থানচির বড়পাথরে ঝরনায় নেমে পর্যটক নিখোঁজ

থানচির বড়পাথরে ঝরনায় নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচির বড় পাথরে গোসল করতে নেমে ফজলে এলাহী (২৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মেরাশামী গ্রামের বাসিন্দা।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধারে কাজ করছেন বলে জানিয়েছে পুলিশ।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, বারো জনের একটা দল থানচিতে ভ্রমণে এসেছেন। তাদের মধ্যে ৪ জন শনিবার দুপুরে বড়পাথরে গোসল করতে নামে। গোসল করা শেষে সবাই উঠে এলেও ফজলে এলাহী পানিতে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে বিজিবি, পুলিশ ও স্থানীয়রা কাজ করছে।