বিএনপি, সিপিবি, বাসদের কাছে নাম চেয়ে একদিন সময় বাড়িয়েছে সার্চ কমিটি

বিএনপি, সিপিবি, বাসদের কাছে নাম চেয়ে একদিন সময় বাড়িয়েছে সার্চ কমিটি

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে এখনও নাম প্রস্তাব না করা রাজনৈতিক দলগুলোর জন্য আরও একদিন সময় বাড়িয়েছে সার্চ কমিটি।

রবিবার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকের শুরুতে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান এ কথা জানান।

সার্চ কমিটির বেঁধে দেওয়া সময় ১০ ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দল নামের সুপারিশ করেছে।

সার্চ কমিটি প্রধান জানান, ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে বাকি ১৫টি সোমবার বিকাল ৫টা পর্যন্ত নাম প্রস্তাবের সুযোগ পাবে।

বিএনপিকে দেশের একটি বড় দল হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘বিএনপি, সিপিবি, বাসদ- তারা এখনও নাম জমা দেয়নি, তারা যদি দিতে চান আগামীকাল ৫টার মধ্যে তাদের জন্য সময়টা বর্ধিত করলাম। আশা করি, তারা পজেটিভ রেসপন্স করবে।’

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করতে সার্চ কমিটি প্রস্তাবিত ব্যক্তিদের নামের তালিকা সংগ্রহ করছে।   

আইন অনুযায়ী, ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য সার্চ কমিটির জন্য সময় ১৫ দিন।

গত শুক্রবার প্রস্তাবিত নাম জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে ৩০৯ ব্যক্তির নাম জমা পড়ে সার্চ কমিটিতে। নিবন্ধিত ২৪টি রাজনৈতিক দলের পাশাপাশি ছয় পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে এসব নাম প্রস্তাব করা হয়।

সবার সঙ্গে আলোচনা শেষে আইন অনুযায়ী যোগ্য বিবেচিতদের মধ্যে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আইন প্রণয়ন ও সার্চ কমিটি গঠন নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছে বিএনপি। দলটি সার্চ কমিটিতে নাম প্রস্তাব করবে না বলেও জানিয়েছে।