সিলেটের বন্যায় প্রাণ গেল বাবুগঞ্জের হাফিজের দাফন সম্পন্ন

চাকরির সুবাদে সিলেটে থাকায় বন্যার পানিতে তলিয়ে মারা গেলো বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমুল্লিক গ্রামের মৃত কালাম হাওলাদারের ছেলে হাফিজ হাওলাদার(৩০) নামের এক যুবক। তিনি একসন্তানের জনক ছিলেন।
হাফিজ হাওলাদার সিলেটের সুনামগঞ্জে পোলার আইসক্রিম কোম্পানিতে চাকুরিরত অবস্থায় মার্কেটিং এ যাওয়ার পথে গত ১৫ জুন বৃহস্পতিবার বন্যার কবলে পরে মোটরসাইকেলসহ তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
মঙ্গলবার ৫ দিন পর তার মরদেহের সন্ধান পান স্হানিয়রা। এবং তার মৃত্যুর খবর জানতে পেরে আত্নীয় স্বজন ও গ্রামের মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু জানান, নিহতের লাশ বুধবার দুপুরে গ্রামের বাড়িতে আনা হয়েছে। আসর বাদ মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীন প্রমুখ।