স্ত্রীর হাতে বৃদ্ধ স্বামীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের মো: মানিক গাজী (৫৫), পিতা, মৃত: মফেজ গাজীকে মারধরের।
আহত মো: মানিক গাজী (৫৫) জানান তার স্ত্রী দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে আসে। তাই এখন আবার বিদেশ যাবে বলে আমার কাছে টাকা চায় আর আমি টাকা না দেয়ায় আমাকে আমার স্ত্রী মোসা: মিনারা বেগম (৩৫) সহ স্ত্রীর বোনের ছেলে মো: রাজিব (২০) এবং ভাইয়ের ছেলেসহ আরো কয়েক জন মিলে বেধড়ক মারতে থাকে। এক পর্যায় আমি অজ্ঞান হয়ে যাই। পরে আহতের সজনরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ২৫/০৫/১৯ইং রোজ শনিবার বিকাল ৫.৪৫ মিনিটের সময় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখন চিকিৎসারত অবস্থায় আছে।
এব্যাপারে জানতে চাইলে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।