মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত

মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত


পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, মঠবাড়িয়া থানা, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন করেছেন।

পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ ফেরদৌস, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মো. বাচ্চু আকন, এমাদুল হক খান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, আ‘লীগ নেতা মিজানুর রহমান মিলন, স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার প্রমূখ।

এদিকে বিকেলে মঠবাড়িয়া উপজেলা আ‘লীগ পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ‘লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান,  মো. আরিফ উল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পদক ফজলুর হক মনি প্রমুখ।