টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল

বাংলাদেশে দুর্নীতি এবং ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির প্রভাবশালী এমপি এবং ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
টিউলিপের পদত্যাগের পর বাংলাদেশের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ভ্যারিফাইড অ্যাকাউন্টে টিউলিপের পদত্যাগ সংক্রান্ত একটি নিউজ শেয়ার করে তিনি লিখেছেন, "ইনশাআল্লাহ, আরও অনেক কিছু হবে!"
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশ এবং ব্রিটেনে দুর্নীতির অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে, তিনি ব্রিটেনে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন। পাশাপাশি, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
এছাড়াও, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় টিউলিপ বাংলাদেশের এক সাবেক এমপির কাছ থেকে দুটি টিকিট গ্রহণ করেন। তার বিরুদ্ধে আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ তুলেছে ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি। তারা বলছে, "দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা একজন মন্ত্রী নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, যা তার মন্ত্রিত্বের নৈতিকতার প্রশ্ন তোলে।"
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের পদত্যাগের বিষয়ে বলেন, "মন্ত্রিত্বের কোড লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিভ্রান্তি এড়াতে তিনি পদত্যাগ করেছেন। ভবিষ্যতে তার জন্য ফেরার দরজা খোলা থাকবে।"
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও টিউলিপের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য হলে ক্ষমা চাওয়াই হবে সঠিক পদক্ষেপ।"
টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থবাজারে দুর্নীতি প্রতিরোধের। কিন্তু তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠায়, দেশীয় এবং আন্তর্জাতিক চাপের মুখে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।