বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার গণমাধ্যমে এ কমিটির তালিকা পাঠানো হয়। গত ২৪ ও ২৫ ডিসেম্বর দ্বিবার্ষিক সম্মেলনে জে এল ভৌমিককে সভাপতি ও চন্দ্রনাথ পোদ্দারকে সাধারণ সম্পাদক করা হয়। গত ১৭ জানুয়ারি নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদ শপথ নেয়। পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য স্বপন সাহা শপথ পাঠ করান।
নতুন কমিটিতে সহসভাপতি হন বাসুদেব ধর, হীরেন্দ্রনাথ সমাজদার, ডি এন চ্যাটার্জী, প্রিয় রঞ্জন দত্ত, কনক কান্তি দাস, অনিল সরকার, পূরবী মজুমদার, বীরেশ চন্দ্র সাহা, মনীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, তাপস কুমার পাল ও মৃত্যুঞ্জয় ধর।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সন্তোষ শর্মা, শ্যামল কুমার রায়, কিশোর রঞ্জন মণ্ডল, শ্যামল পালিত, গোপাল চন্দ্র দেবনাথ, রবীন্দ্রনাথ বসু, সুব্রত পাল, অঙ্কুরজিৎ সাহা, বাবুল দেবনাথ, নারায়ণ সাহা, শুভাশীষ বিশ্বাস, পদ্মাবতী দেবী। কোষাধ্যক্ষ হয়েছেন তাপস পাল।
কমিটির আগের সভাপতি ছিলেন মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক ছিলেন নির্মল কুমার চ্যাটার্জি।